ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারতে বিধানসভা নির্বাচন

হরিয়ানায় জয় পেল বিজেপি

হরিয়ানায় জয় পেল বিজেপি

ছবি: বিবিসি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ২০:৩৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ | ২০:৪৩

ভারতের দুই রাজ্য হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব সমীক্ষা মিথ্যা প্রমাণ করে হরিয়ানায় বিজেপি তাদের ১৫ বছরের কর্তৃত্ব ধরে রেখেছে। 

হরিয়ানার ভোট গণনার সর্বশেষ ফলে ৫১টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জাদুসংখ্যা ৪৬ পেরিয়েছে দলটি। 

এর আগে বেশ কয়েকটি বুথফেরত জরিপের পূর্বাভাসে বলা হয়েছিল, হরিয়ানায় কংগ্রেস ৫৫টি আসনে জিততে পারে। আর বিজেপি পেতে পারে ২৬টি আসন। কিন্তু ভোট গণনা শুরুর পর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পাল্টে যায় ছবিটা।  বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে এখন তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠনের পথে রয়েছে বিজেপি।

হরিয়ানা রাজ্যের বিধানসভায় আসন রয়েছে ৯০টি করে। তাই বিজয়ী হয়ে সরকার গঠন করতে চাইল যে কোনো দলের অন্তত ৪৬টি আসনে জয় পেতে হবে। 

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, হরিয়ানায় ৪৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং ৩৬টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বাকি পাঁচটি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল।

আরও পড়ুন

×