ভারতে বিধানসভা নির্বাচন
গুরুত্বপূর্ণ হরিয়ানা রাজ্যে কেন ভোট বিপর্যয় কংগ্রেসের

ছবি - সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ০৯:৫১
গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এর চার মাস পর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় রেকর্ড তৃতীয় মেয়াদে জয়লাভ করেছে দলটি। এ ছাড়া ভারত শাসিত কাশ্মীরেও সর্বকালের সেরা ফল লাভ করেছে বিজেপি, যাকে নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
আলজাজিরাকে বুধবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মঙ্গলবার ঘোষিত দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির আধিপত্যকে কংগ্রেস যে প্রতিনিধিত্ব করতে পারে, সে তথ্যও উঠে এসেছে। ভারতের রাজনীতিতে ২০১৪ সাল থেকে বিজেপি একক আধিপত্য ধরে রেখেছিল।
ভারতে সংসদ নির্বাচনে ২৩৪টি আসনে জয়লাভ করেছে ইন্ডিয়া জোটের নেতৃত্বধীন কংগ্রেস। এদিকে বিজেপি ২৪০টি আসন জিতেছিল, যেখানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল ২৭২ আসন। ফলে সরকার গঠনের জন্য বিজেপিকে বাধ্য হয়ে মিত্রদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু হরিয়ানায় জয়ের সব সমীক্ষা মিথ্যা প্রমাণ করে নির্বাচনে হেরেছে কংগ্রেস। কীভাবে জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিতে হয়, এখানে কংগ্রেস তা আরও একবার প্রমাণ করল। সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার ওপর অতিমাত্রায় নির্ভর করা যে ভুল হয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভোটের পর নিশ্চয় তা অনুধাবন করতে পারছে। হরিয়ানায় ভোটের আগে কিরণ দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর মেয়ে শ্রুতি জিতেছেন বিপুল ভোটে। শৈলজাকে প্রচারে গুরুত্ব না দেওয়ায় তিনি দর্শকের ভূমিকায় ছিলেন। দুই সপ্তাহ ঘরে বসে ছিলেন এই দলিত নেত্রী। ভোটের ফল দেখাচ্ছে, জোট সমর্থন বিভাজিত হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে, যা মনে করা হয়েছিল হুডার দৌলতে প্রায় পুরোটাই আসবে কংগ্রেসের অনুকূলে। অন্যদিকে বিজেপি ছেঁকে তুলেছে তপশিল জাতির সমর্থন।
এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোটে জয়ের পরই জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর নাম ঘোষণা করেছেন ফারুক আবদুল্লাহ। কারাগারে আটক থাকা নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার পাশাপাশি কাশ্মীরের গণমাধ্যমও অবাধ ও মুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। গত ১০ বছরের মধ্যে জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের জয় স্পষ্ট হওয়ার পরে প্রবীণ রাজনীতিবিদ এই ঘোষণা দেন।
অন্যদিকে জয়ের পর হরিয়ানা বিজেপি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বরাবর দিল্লিতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জিলাপি পাঠিয়েছে। মোদি বলেছেন, তাঁর দেশকে দুর্বল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে। আর এতে যুক্ত আছে বিরোধী দল কংগ্রেসও। মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জয় উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।
- বিষয় :
- বিধানসভা ভোট
- ভারত
- কাশ্মীর