ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নর্থ ক্যারোলিনা জিতে জর্জিয়া দখল ট্রাম্পের

নর্থ ক্যারোলিনা জিতে জর্জিয়া দখল ট্রাম্পের

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ১২:০৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ | ১২:২২

মার্কিন যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের একটি নর্থ ক্যারোলিনা। অঙ্গরাজ্যটি জিতে জর্জিয়াকে রিপাবলিকান ঘাঁটিতে পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নর্থ ক্যারোলিনার ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন তিনি।

এর ফলে তিনি জয়ের স্বাদ পেতে শুরু করেছেন ৬০তম মার্কিন নির্বাচনে। হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

দেশটির অন্যান্য সুইং স্টেটগুলো পর্যবেক্ষণ করে এমন সম্ভাবনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বুথফেরত জরিপ অনুযায়ী, পেনসিলভিনিয়াতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

এর আগে তিনি নর্থ ক্যারোলিনা জিতে জর্জিয়া দখল করেন। তবে কমলার আশা এখনো ফুরিয়ে যায়নি। তিনি যদি উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানের সবগুলো ইলেক্টোরাল ভোট পান, তাহলে তার ভোটও ২৭০ ছাড়াতে পারে।

অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটেই নির্ধারণ হবে কোন প্রার্থী প্রেসিডেন্ট হবেন।

সুইং স্টেটগুলো নিয়ে এখনও কোনো পূর্বাভাস দেয়নি বেসরকারি সংস্থাগুলো। আর ভোটগণনা এখনও শেষ হয়নি। ফলে, এই ৫টি রাজ্য কার ভাগ্যে যাচ্ছে, সেটা এখন দেখার পালা। 

তবে জরিপ বলছে, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোটই জিততে চলেছেন ট্রাম্প।

ফলে একপ্রকার অনুমেয়ই যে, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের চাবি হাতে উঠছে ডোনাল্ড ট্রাম্পের হাতে।

আরও পড়ুন

×