ঝাড়খণ্ডে এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট

ছবি-এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১২:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ১৪:০৭
ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও স্থানীয় ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার জোট ‘ইন্ডিয়া’। এই জোট ৫১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯ আসনে। খবর-এনডিটিভি
২০১৯ সালে ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনে জনমুক্তি মোর্চার জোট পেয়েছিল ৪৮টি আসন। এবারে জোটটি ৩টি আসন বেশি পেয়েছে। এই নির্বাচনে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা পেয়েছে ৩১টি আসন, কংগ্রেস পেয়েছে ১২টি আসন এবং বিহারকেন্দ্রিক দল রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে ৬টি আসন।
এদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে ২৯টি আসন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই জোট পেয়েছিল ২৭টি আসন। অর্থাৎ, বিজেপির জোটও দুটি আসন বেশি পেয়েছে। এই ২৯ আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৬টি আসন। বাকি ৩টি আসন পেয়েছেন জোটের অন্যান্য দলগুলো। এ ছাড়া, অন্যান্য দলগুলো বা স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছে মাত্র ২টি আসন।
এ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন। এ রাজ্যে বিধানসভা ভোট কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। দুপুরের দিকে ভোটের ফলাফল জানা যাবে বলে মনে করা হচ্ছে।
- বিষয় :
- ভারত
- বিধানসভা ভোট