নতুন তোশাখানা মামলায় ইমরান ও বুশরা বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ২২:৩১
নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ইসলামাবাদের একটি বিশেষ আদালত।
আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ অভিযোগ গঠনের এ আদেশ দেন। খবর জিও নিউজের
এ মামলায় ইমরান ও বুশরা বর্তমানে জামিনে আছেন। তবে অন্য মামলায় আদিয়ালা কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
প্রথমে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করেছিল। পরে এনএবি আইনে সংশোধন আনার পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ। গত সেপ্টেম্বরে সংস্থাটি আদালতে অভিযোগপত্র জমা দেয়।
নতুন তোশাখানা মামলাটি ‘অলংকার সেট’ মামলা নামেও পরিচিত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির বিরুদ্ধে।
এই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করলে কয়েক মাস কারাগারে থাকার পর অক্টোবরে জামিনে মুক্তি পান বুশরা। নভেম্বরে কারাবন্দী ইমরান খানকেও জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট।
তবে ইমরান ও বুশরা শিগগিরই আইনি খড়্গ থেকে মুক্তি পাচ্ছেন না বলেই মনে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৮৮ মামলা হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার একটি মামলার শুনানিতে হাজির না হওয়ায় বুশরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নিম্ন আদালত।
তোশাখানা–সংক্রান্ত আরেকটি মামলায় সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের এনএবি আদালত ইমরান ও বুশরাকে ১৪ বছরের কারাদণ্ড দেন। পরে ১ এপ্রিল ওই সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।
গত বছরের ডিসেম্বরে জবাবদিহি আদালতে মামলাটি করেছিল এনএবি। এতে সৌদি যুবরাজের উপহার দেওয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেওয়ার অভিযোগ আনা হয়েছিল ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ইতিমধ্যে কয়েকটি মামলায় তার সাজা হয়েছে।
- বিষয় :
- পাকিস্তান
- ইমরান খান
- বুশরা বিবি