রাশিয়া সফরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০৮:১৩
রাশিয়া সফরে গেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে তাঁকে বরণ করে নিয়েছেন।
ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) কোনো দেশের নেতা হিসেবে বিরল এই সফর করলেন ফিকো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে আরআইএ জানিয়েছে, রাশিয়ায় জরুরি কাজ নিয়েই গেছেন ফিকো। পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তিনি। বৈঠকে আন্তর্জাতিক পরিস্থিতি ও রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানে ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন। অন্যদিকে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সিএনএন।
- বিষয় :
- ভ্লাদিমির পুতিন
- স্লোভাকিয়া
- রাশিয়া