যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টারের সংঘর্ষ

পটোম্যাক নদীতে চলছে উদ্ধার কার্যক্রম। ছবি-আলজাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ০৯:৩৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:৪৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে আমেরিকান এয়ালাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। খবর বিবিসির
ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস ডিপার্টমেন্ট জানিয়েছে, শহরটির পটোম্যাক নদীতে বিমানটি আছড়ে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন।
সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি মেট্রোপলিটন পুলিশ।