ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলায় স্টেশনের নাম নিয়ে মাস্কের আপত্তি

বাংলায় স্টেশনের নাম নিয়ে মাস্কের আপত্তি

ছবি: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:২০

লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রোরেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। এক টুইটে এ আপত্তির প্রতি সমর্থন জানান যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। 

লন্ডনের গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো তাঁর এক্স অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডের ছবি পোস্ট করে লেখেন, ‘এটা লন্ডন। এখানে স্টেশনের নাম ইংরেজিতে এবং শুধু ইংরেজিতে হওয়া উচিত।’ 

লোয়ের এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর মতের বিরোধিতা করে বলেছেন, দুই ভাষায় স্টেশনের নাম থাকতেই পারে। কেউ কেউ তাঁকে সমর্থনও করেছেন। 

এ অবস্থায় এক্সের মালিক ইলন মাস্কও পোস্টটিতে মন্তব্য করেন। তিনি এমপি রুপার্ট লোর বক্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ইয়েস’। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×