ফরাসি উপকূলে উদ্ধার ৯২ অভিবাসী

ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫ | ০৬:০৬
চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের উত্তরের ইংলিশ চ্যানেলে দুটি সমন্বিত উদ্ধার অভিযানে মোট ৯২ অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ।
প্রথম উদ্ধার অভিযানটি রোববার রাতে শুরু হয়ে চলে সোমবার সকাল পর্যন্ত। ওই সময়ে একটি অভিবাসীবাহী নৌকা পা-দ্য-কালে উপকূলে ডুবে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে ফরাসি আঞ্চলিক সমুদ্র পর্যবেক্ষণ ও উদ্ধার কেন্দ্র প্রথমে নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দিকে ঘটনাস্থলে পাঠায়। পরবর্তী সময়ে নৌকাটি অতিরিক্ত যাত্রীর কারণে ভেঙে গেলে জরুরি বার্তা পাঠিয়ে বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করা হয়।
এই অভিযানে যুক্ত হয় ব্রিটিশ উদ্ধার জাহাজ আনএনএলআই, ব্রিটিশ সীমান্তরক্ষী বাহিনীর টহল বোট বিএফ রেঞ্জার, একটি ব্রিটিশ বিমান এবং ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার দউফা। এএফপি।
- বিষয় :
- অভিবাসী