কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা বুধবার

নিহত সাইফুজ্জামান গুড্ডু ও আব্দুল্লাহিল রাকিব।
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫ | ০৯:১৯
কানাডায় ক্যানো (নৌকা) উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আগামীকাল বুধবার টরেন্টো শহরে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বাদ আসর (৭.৩০ টা) টরেন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের সুন্নাতুল জামাত মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুন অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে মারা যান।
কানাডার স্থানীয় গণমাধ্যম সিপি২৪ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো ঝড় বা তীব্র বাতাসের খবর পাওয়া যায়নি। তদন্তকারীরা আবহাওয়ার তথ্য ও অন্যান্য কারণ পর্যালোচনা করছেন। ইতোমধ্যেই কাওয়ার্থা লেক সিটি এবং অন্টারিও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুইজনের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- কানাডা
- বাংলাদেশি নিহত
- জানাজা