ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাস্কের মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মাস্কের মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫ | ২২:৪৩

একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে ওঠা মাদক সেবনের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময় মাস্ক কি সত্যিই মাদক নিয়েছিলেন– এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমার মনে হয় না। আশা করি, না।’

এ সময় ট্রাম্প বলেন, ‘তাঁর (মাস্কের) সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। অত্যন্ত আন্তরিকভাবে আমি তাঁর মঙ্গল কামনা করি।’ সম্প্রতি তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও, মাস্কের মাদক গ্রহণ-সংক্রান্ত অভিযোগ নিয়ে এটিই ট্রাম্পের পক্ষ থেকে সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া।

মাস্কের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে মাদক সেবনের অভিযোগ তোলে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এক অনুসন্ধানী প্রতিবেদনে তারা জানায়, ২০২৪ সালে ট্রাম্পের প্রচারাভিযানে অংশ নেওয়ার সময় কেটামিন, এক্সট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমের মতো মাদক গ্রহণ করেছেন মাস্ক। সূত্রের বরাতে বলা হয়, গত বছর মাদকের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন তিনি। এমনকি প্রতিদিন একটি মেডিসিন বক্স সঙ্গে নিয়ে যেতেন তিনি। যাতে প্রায় ২০টি ওষুধ থাকত। এর মধ্যে কিছু ছিল অ্যাডেরাল নামক উত্তেজক ওষুধের চিহ্নযুক্ত।

তবে মাস্ক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পরিষ্কার করে বলছি, আমি মাদক নিচ্ছি না! নিউইয়র্ক টাইমস পুরোপুরি মিথ্যা বলেছে। তিনি আরও বলেন, আমি কয়েক বছর আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেটামিন ব্যবহার করেছিলাম এবং সেটা আমি এক্সে জানিয়েছি। এটি কোনো নতুন খবর নয়। এটা আমাকে মানসিক অন্ধকার থেকে বের হতে সাহায্য করেছিল, তবে এর পর আমি আর তা নিইনি।

এর আগে মাস্ক নিজেই স্বীকার করেছিলেন তিনি ‘নেগেটিভ ফ্রেম অব মাইন্ড’ থেকে বের হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শে কেটামিন নিয়েছিলেন এবং এই মাদক সেবনের ফলে তাঁর কাজে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন

×