ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লেবাননও খুলে দিল আকাশসীমা

লেবাননও খুলে দিল আকাশসীমা

লেবাননের বিমানবন্দরে যাত্রীরা। ছবি: আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৫:০৬

আকাশসীমা খুলে দিয়েছে লেবানন। স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির আকাশসীমা খুলে দেওয়া হবে। খবর আল জাজিরার 

এর আগে নিজেদের আকাশসীমা খুলে দেয় জর্ডান।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে গণপূর্ত ও পরিবহনমন্ত্রী ফায়েজ রাসামনিকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিমান বন্ধ করায় যাত্রীদের কাছে গভীর দুঃখপ্রকাশ করা হয়।

ফায়েজ রাসামনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিমান বন্ধ করা হয়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এনএনএ জানিয়েছে, আগামীকাল রোববার রাত ১০টা ৩০ মিনিট থেকে স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত বিমান চলাচল আবারও বন্ধ থাকবে। 

ইরানে ইসরায়েলের হামলার ফলে লেবাননের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন

×