ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তেহরানে জ্বালানি ডিপোয় ইসরায়েলি হামলা

তেহরানে জ্বালানি ডিপোয় ইসরায়েলি হামলা

ইরানের রাজধানী তেহরানের পাশে শাহরান জ্বালানি অবকাঠামোয় আগুন জ্বলছে। ছবি: এক্স থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ০৭:০৬ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ১১:৪৫

ইরানের রাজধানী তেহরানের উত্তর–পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন জ্বলছে। ইসরায়েলি হামলার জেরে শনিবার দিবাগত রাতে ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম ইরনা।

যদিও ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরনা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।

আল–জাজিরা জানিয়েছে, তেহরানের জ্বালানি অবকাঠামোয় আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তারা যাচাই করে সত্যতা পেয়েছে।

ইসরায়েল গত কয়েক ঘণ্টায় ইরানের বেশকিছু জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে।

আরও পড়ুন

×