মধ্যপ্রাচ্য সংকট
চূড়ায় উঠছে সংঘাত, বাড়ছে ধ্বংসযজ্ঞ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হার্জলিয়ার একটি ভবন থেকে বের হচ্ছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। এ ভবন থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কার্যক্রম চালাত বলে দাবি তেহরানের -এএফপি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০১:৫৯ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০৬:৪৩
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমে তীব্রতর হচ্ছে। প্রতিদিন অব্যাহতভাবে দুই পক্ষ একে অপরের ওপর জোরালো হামলা চালাচ্ছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দু’পক্ষের ধ্বংসযজ্ঞের বিষয়টি ফুটে উঠছে। এতদিন ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানালেও গতকাল মঙ্গলবার তেহরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি৭ জোটের নেতারাও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পরিবর্তে পশ্চিমা নেতারা যেন ‘আগুনে ঘি ঢালছেন’।
গতকাল সংঘাতের পঞ্চম দিনে তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছে ইরান। হামলা হয়েছে আরও কয়েকটি এলাকায়। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় একটি বাসে আগুন ধরে যায়। অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী-আইআরজিসির শীর্ষ কমান্ডার সাদমানিকে হত্যারও দাবি করা হচ্ছে।
গতকাল সাইরেন বেজে উঠলে পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মধ্যাঞ্চলের হার্জিলিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে হামলায় ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। একটি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে। ইসরায়েল বলছে, এক দিনে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
আলজাজিরা জানায়, ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আবারও সাইরেন শোনা গেছে। গত চার দিনে শহরটিতে একাধিকবার ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিনজন নিহত হন। হাইফার একটি তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানেও অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের মতো তেহরানে কোনো ভূগর্ভস্থ বাঙ্কার নেই। এ কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামাঞ্চলে চলে যাচ্ছেন এ শহরের বাসিন্দারা। সড়কে দীর্ঘ গাড়ির সারি দেখা যাচ্ছে।
এ অবস্থায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিন-এ পৌঁছেছে। গত সোমবার রাতে সরাসরি সম্প্রচারের সময় ইসরায়েল এ হামলা চালায়। তেল আবিবের দাবি, তাদের হামলায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী-আইআরজিসির শীর্ষ কমান্ডার আলি সাদমানিকে হত্যা করা হয়েছে।
এ অবস্থায় কানাডার আলবার্টায় জি৭ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে একটি যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তবে তাতে সায় দেননি ট্রাম্প। সম্মেলনের এক দিন বাকি থাকতেই তড়িঘড়ি করে দেশে ফেরেন তিনি।
ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে গতকাল মঙ্গলবার সকালে একটি তল্লাশি চৌকিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গত শুক্রবার থেকে সংঘাতে এ পর্যন্ত ইরানে ২২৪ ও ইসরায়েলের ২৪ জন নাগরিক নিহত হয়েছেন।
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথে এক উত্তেজনাকর বার্তা দিয়েছেন। মাত্র দুটি শব্দেই তিনি বলেছেন– ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’ ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগের পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। ট্রাম্প লিখেছেন, “তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাঁকে ‘অপসারণ’ (হত্যা!) করব না। অন্তত এখনই না। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।” এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’
আরেকটি পোস্টে তিনি ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।’ ট্রাম্পের এ বক্তব্যে ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। তিনি বলেন, এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ তিনি চান। সেই সঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।
এর আগে ট্রাম্প এক কোটি মানুষের আবাসস্থল তেহরানের সব বাসিন্দাকে সরে যেতে বলেন। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শুধু চাই, মানুষ নিরাপদে থাকুক।’ ইসরায়েলের জন্য কিছু করতে পারেন কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘এ মুহূর্তে আমরা মোটামুটি ভালো করছি। মনে রাখবেন, ইরান পরমাণু অস্ত্র পেতে পারে না।’
ইসরায়েলের প্রতি সমর্থন, ইরানকে দোষারোপ জি৭ জোটের
ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন জি৭ জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। সোমবার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে জি৭ জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলে মোসাদ কার্যালয়ে হামলা
ইসরায়েলের তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোতে ভবনটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এক টেলিগ্রাম পোস্টে বার্তা সংস্থাটি জানায়, সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে।
মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এসব বিষয়ে সরকারি যে বিধিনিষেধ আছে, তাতে ইসরায়েলের সংবাদমাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না।
পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণ
ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে আসার সতর্কতা জারির পরপরই তেল আবিব ও পশ্চিম জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, তাদের বিমানবাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজন বুঝে আক্রমণ প্রতিহত করছে ও চালাচ্ছে। ২০ মিনিট পর লোকজনকে ভূগর্ভস্থ বাঙ্কার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তেল আবিবের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র ও গোলা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান হোসেন সালামি নিহত
তেহরানে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, গত সোমবার রাতে তেহরানে একটি জনবহুল সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়ে আলি সাদমানিকে হত্যা করেছে ইসরায়েলের বিমানবাহিনী। তিনিই ছিলেন যুদ্ধকালীন চিফ অব স্টাফ; সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তেহরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের নিহত কর্মী বেড়ে ৩
ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত সোমবার ইরানের রাজধানী তেহরানে আইআরআইবি ভবনে হামলা চালায় ইসরায়েল। এর আগে দু’জনের নাম প্রকাশ করে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। তারা হলেন নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আজিমি প্রশাসনিক শাখায় কাজ করতেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা
ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মধ্যে এ ঘটনা ঘটল। হামলার জেরে প্রতিষ্ঠানের অনলাইন পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস প্রায় অসম্ভব
পাঁচটি টানেল একগুচ্ছ পর্বতের ভেতরে চলে গেছে। একটি বড় স্থাপনা আছে সঙ্গে। নিরাপত্তার জন্য ব্যবস্থাও দেখা যায়। উপগ্রহ চিত্রে ফার্দো পারমাণবিক স্থাপনায় এটুকুই দেখা যায়। পবিত্র শহর কোয়মের পাশেই গড়ে তোলা হয়েছে এ স্থাপনা। ২০০৯ সালে এটি প্রথম প্রকাশ্যে আসে। এ পারমাণবিক কেন্দ্রের প্রতিটি কক্ষ ভূপৃষ্ঠের ২৬২ থেকে ২৯৫ ফুট গভীরে। এতে এগুলো যে কোনো বোমা থেকেই সুরক্ষিত।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ স্থাপনা আকাশ থেকে বোমা ফেলে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের স্থাপনা ও নেতাদের ওপর ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তাতে কিছু বিশ্লেষক বলছেন, এ ফার্দোতেই ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। ইসরায়েল সম্প্রতি এ স্থাপনাকে টার্গেট করলেও তা তেমন ফলপ্রসূ হয়নি।
বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন– বললেন চীনের শি
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার জানিয়েছে, চীনের নেতা শি জিনপিং বলেছেন, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আকস্মিক বৃদ্ধি নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। গত শুক্রবার ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এটাই প্রথম প্রকাশ্য মন্তব্য শি জিনপিংয়ের। তিনি বলেন, ইরানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থক চীন ‘অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা’র লঙ্ঘন করে– এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বক্তৃতাকালে শি বলেন, ‘সামরিক সংঘাত সমস্যা সমাধানের কোনো উপায় নয়। সেই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণও নয়।
কর্মকর্তাদের ইন্টারনেটযুক্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করল ইরান
ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড এক ঘোষণায় ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। ওই ঘোষণায় স্মার্টফোন, স্মার্টওয়াচ, পোর্টেবল কম্পিউটারসহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার কর্মকর্তা ও সিকিউরিটি টিমগুলোর জন্য নিষিদ্ধ বলে জানানো হয়েছে। দেশটির দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম প্রডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেছে, তারা তেহরানের ১৭টি ভ্রাম্যমাণ ফুয়েল স্টেশনের ব্যবস্থা করেছে। আরও ১৩টি শিগগিরই এতে যুক্ত হবে। কোম্পানিটি বলেছে, দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই।
সরকার উৎখাতের চেষ্টা কৌশলগত ভুল: মাখোঁ
বল প্রয়োগ করে তেহরানে সরকার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। গত সোমবার কানাডায় জি৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাখোঁ এসব কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে ‘উদ্ধার’ করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন। ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মাখোঁ।
খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো, হুমকি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট হামলা চালিয়ে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করে। ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি, যেন তিনি যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।’ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। খামেনি তাঁর (সাদ্দাম হোসেন) পরিণতি মনে রাখলেই ভালো করবেন।’
- বিষয় :
- মধ্যপ্রাচ্যে সংঘাত