ওড়িশায় রথযাত্রা চলাকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে ৩ মৃত্যু, আহত ১০

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১১:৫৯
ভারতের ওড়িশা রাজ্যের পুরিতে জগন্নাথ রথযাত্রা চলাকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুইজন নারী ও অপরজন পুরুষ।
এনডিটিভি জানিয়েছে, দেবতা জগন্নাথ, তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তি নিয়ে তিনটি বিশাল কাঠের রথ গুন্ডিচা মন্দির পার হচ্ছিল। বহু ভক্ত রথের দড়ি ধরার জন্য প্রতিযোগিতা শুরু করলে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে অনেকে পিষ্ট হন। এ সময় নিহত হন তিনজন এবং আহত হন অন্তত ১০ জন।