এক চিপেই ল্যাবরেটরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ২৩:১৬
নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্ব নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। বিজ্ঞানীরা ব্যস্ত এই ভাইরাস ধ্বংস করার পদ্ধতি নিয়ে গবেষণায়। বিশ্বকে প্রায় বিপর্যস্ত করে দেওয়া করোনার টিকা তৈরির প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। এই ভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় তুলনামূলক সহজ পদ্ধতি আবিষ্কারের চেষ্টা চলছে।
এবার একটি মাত্র চিপের মাধ্যমে করোনার অ্যান্টিবডি পরীক্ষার সম্ভাবনার কথা জানালেন জাপানের গবেষকরা। তারা বলেছেন, তাদের তৈরি চিপ ল্যাব মাত্র ৩০ মিনিটে পরীক্ষার ফল দেবে এবং নামমাত্র খরচে। এই পরীক্ষার জন্য কোনো চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ বা গবেষকেরও প্রয়োজন হবে না।
জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির গবেষকদের এই চিপ ল্যাব নিয়ে বায়োসেন্সরস অ্যান্ড বায়োইলেকট্রনিক্স জার্নালে নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এই যন্ত্রের মাধ্যমে করোনার অ্যান্টিবডি শনাক্ত করতে রক্তের প্লাজমা পরীক্ষা করা যাবে। বিস্ময়কর ব্যাপার হলো, এই যন্ত্র বার বার ব্যবহারযোগ্য। একই যন্ত্র দিয়ে একাধিক ব্যক্তির প্লাজমাও পরীক্ষা করা যাবে।
করোনার অ্যান্টিবডি পরীক্ষা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এমনকি একটি কিট মাত্র একজনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এই পরীক্ষার জন্য প্রয়োজন হয় প্রশিক্ষণেরও। তার পরও এর ফল সঠিক হওয়ার নিশ্চয়তা নেই। অন্যদিকে, নতুন তৈরি করা চিপটি সহজে বহন ও ব্যবহারযোগ্য এবং এর ফল নিখুঁত হওয়ার নিশ্চয়তা বেশি। এই যন্ত্রের সাহায্যে জানা যাবে, করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া ব্যক্তির শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক রন ডেভিস বলেন, এই চিপের উৎপাদন খরচ হতে পারে মাত্র এক সেন্ট। এটি রোগ শনাক্তকরণ প্রযুক্তিতে বিপ্লবী উন্নয়ন। সূত্র: আরটি।