ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গাম্বিয়ার ৫০০ পৃষ্ঠার নথি

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গাম্বিয়ার ৫০০ পৃষ্ঠার নথি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০ | ১২:১৮

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ৫০০ পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। পাশাপাশি আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক নথিপত্রও জমা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে বিশ্ব আদালত হিসেবে পরিচিত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর গত জানুয়ারিতে এই আদালত রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরিভিত্তিতে চার দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেন। এ সময় আদালত রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার জন্য গাম্বিয়াকে নির্দেশ দেন, যাতে মামলাটি অগ্রসর হতে পারে। আদালতের নির্দেশে এসব নথিপত্র জমা দিল গাম্বিয়া। ওই মামলায় অভিযুক্ত মিয়ানমারকেও নথিপত্র জমা দিতে নির্দেশ দিয়েছেন আইসিজে।

আদালতের এসব পদক্ষেপকে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে। তবে আইসিজের চূড়ান্ত রায় পেতে সাধারণত কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এদিকে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (আইসিসি) একটি মামলা এগিয়ে চলছে।

আরও পড়ুন

×