বার্ধক্য উল্টে দেবে অক্সিজেন!

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ২১:৩২
বুড়ো হতে কে-ই বা চায়। রূপ-যৌবন ধরে রাখতে কত কিছুই না করে থাকে মানুষ। কিন্তু তারপরও একসময় বয়সের ভারে নুয়ে পড়তে হয়। থাকে না দুরন্ত শৈশবে ছুটে চলার মতো শক্তি-সামর্থ্য।
মানুষের বার্ধক্য কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। বুড়ো হওয়া ঠেকানো নিয়ে এবার 'সুখবর' দিলেন বিজ্ঞানীরা। তারা এমন একটি পদ্ধতি বের করেছেন, যার সাহায্যে শুধু অক্সিজেন ব্যবহার করেই ঠেকানো যাবে বার্ধক্য।
তাদের দাবি, শুধু বার্ধক্য ঠেকানোই নয়, এ পদ্ধতি বয়স্ক মানুষকে তারুণ্যে ফিরিয়ে আনতে পারে। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয় ও সামির মেডিকেল সেন্টার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে। এইজিং ম্যাগাজিনে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা একটি চেম্বারের মধ্যে উচ্চ চাপের বিশুদ্ধ হাইপারবারিক অক্সিজেন পরিচালনা করে ৩৫ জনকে চিকিৎসা দিয়েছেন, যাদের বয়স ৬৪ বছরের ওপরে। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, অক্সিজেন চিকিৎসার এ পদ্ধতি বয়স্ক মানুষের ক্রোমোজোমের সংক্ষিপ্ত হয়ে আসা, বার্ধক্য জেঁকে বসা এবং অকার্যকর বা ত্রুটিপূর্ণ কোষগুলো প্রতিবর্তনযোগ্য করতে পারে। অর্থাৎ এসব কিছুকে পেছনের সময়ে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
ওই ৩৫ ব্যক্তিকে তিন মাস দিনে ৯০ মিনিট এবং সপ্তাহে পাঁচবার এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়। এতে দেখা যায়, বয়স্ক ব্যক্তিদের রক্তের কোষ তরুণদের রক্তের কোষের মতোই জন্মায়।
গবেষকরা বলেন, এ পদ্ধতি মানুষের কোষের সূক্ষ্ণ পর্যায়ে প্রতিবর্তন আনতে পারে। মানুষের মনোযোগ, স্মরণশক্তি এবং শরীরের অন্য ক্রিয়াকলাপেরও উন্নয়ন সাধন করে। সূত্র: আলজাজিরা।