ফ্রান্সের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

এমানুয়েল ম্যাক্রোঁ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৪:১৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৪:৩০
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিতেই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। আগামী সাতদিন তিনি আইসোলশেন থাকবেন। খবর বিবিসির
দেশটির কর্তৃপক্ষ জানায়, দেশ পরিচালনার জন্য ম্যাক্রোঁ এখনও দায়িত্বে আছেন। আইসোলেশনে থেকেই তিনি সব কাজ করবেন।
করোনা মোকাবিলায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মহামারি শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে এ পর্যন্ত ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।
- বিষয় :
- এমানুয়েল ম্যাক্রোঁ
- ফ্রান্স