এবার মডার্নার টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ২৩:১০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ | ২৩:২০
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় টিকা হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্নার টিকা।
বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনের পর শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার টিকার অনুমোদন দিয়েছে। খবর বিবিসির
এর আগে এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন দেয়। এরমধ্যে টিকাটির ৩০ লাখ ডোজ দেশজুড়ে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এফডিএর প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে টিকাটি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়।
চলতি সপ্তাহে মডার্নার টিকাকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলে জানায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে।
এফডিএ কমিশনার স্টিফেন হ্যান বলেছেন, বিশ্বব্যাপী মহামারিটির বিরুদ্ধে লড়াই করতে মডার্নার টিকার জরুরি অনুমোদন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫০০ জনের।
- বিষয় :
- মডার্নার টিকা
- যুক্তরাষ্ট্র
- অনুমোদন