কৃষক বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে বিরোধীরা: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ১০:৪৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ | ১১:০০
কয়েক সপ্তাহ ধরে নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের কৃষকরা। তবে যাদের বিরুদ্ধে এই আন্দোলন, তাদের অবস্থানে এখনও কোনো নড়চড় হচ্ছে না।
শুক্রবার আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের কাছে মিথ্যা খবর এবং গুজব রটানোর জন্য বিরোধীদের দায়ী করে তিনি আবার নতুন কৃষি আইনের সাফাই গেয়েছেন। তার মতে, নতুন কৃষি আইন কৃষকবিরোধী নয়, বরং কৃষকদের জন্য লাভজনক হবে বলেই জানান তিনি। খবর আল জাজিরার।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে এই নতুন কৃষি আইন প্রণীত হয়। এই আইনে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ফসল ক্রয় বন্ধ করে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়। কৃষকর নতুন এই আইনের বিরুদ্ধে প্রথমে অসনেআতষ এবং পরে বিক্ষোভ শুরু করে।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি কথা বলেন কৃষক নেতাদের সঙ্গে। তবে চলমান সঙ্কট নিরসনের কথা না বলে তিনি ফের নতুন আইনের ভাল দিকগুলো উল্লেখ করেন এবং কৃষকদের বিক্ষোভের পেছনে বিরোধীদলের উস্কানি রযেছে বলে মন্তব্য করেন।
এদি মোদি সাত প্রদেশের সাতজন কৃষক নেতার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। তিনি কার ‘পিএম কিষাণ’ নামের প্রকল্পের মধ্য দিয়ে কৃষকরা কীভাবে উপকৃত হয়েছেন, তা উল্লেখ করে বর্তমান আইনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নেয়া ওই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক প্রণোদনা দেয়া হয়েছিল, যার মাধ্যমে তারা আর্থিক সহায়তা পেয়েছিলেন।
নতুন এই আইনও কৃষকদের কথা ভেবেই করা হয়েছে বলে তিনি তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন ওই ভিডিও কনফারেন্সে। তিনি বলেন, এই কৃষ আইন সংস্কারের মধ্য দিয়ে আমরা চাষীদের ভাল বিকল্প উপহার দিতে চাই।
মোদি বলেন, তাদের সরকার জনগণের জন্য সব কিছুই কল্যাণমূলক করতে চায়। বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, তাদের সময়ে তারা কৃষকদের জন্য কিছুই করেনি। কিন্তু এখন তারা কৃষকদের বিভ্রান্ত করছে।
মোদির এই ভিডিও কনফারেন্সের একদিন আগেই বিরোধী দলগুলো কৃষি আইন বাতিল করার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, সরকার মুষ্টিমেয় কিছু লোকের পকেট ভরানোর জন্য লক্ষ লক্ষ কৃষকের পকেট কাটার জন্য এই আইন করেছে।