১২ হাজারের বেশি হীরায় তৈরি আংটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০১:৫০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ | ০২:১৫
একটি আংটি তৈরিতে কতগুলো হীরা লাগতে পারে? কেউ বলবেন একটি-দুইটি, কেউ বা বলতে পারেন আরেকটু বেশি। কিন্তু তাই বলে একটি আংটি তৈরিতে ১২ হাজারেরও বেশি হীরার ব্যবহার। এটা একটু বিস্ময়করই বটে। তবে এমনই এক আংটি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের মেরঠের রেনানি জুয়েলারির মালিক হারসিত বানসাল। খবর সিএনএনের
গত বছরের ২১ ডিসেম্বর 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড' থেকে এ তথ্য জানানো হয়। ওই সংস্থার তথ্য অনুযায়ী, মেরিগোল্ড বা 'সমৃদ্ধির রিং' নামের বৃত্তাকার ডিজাইনের ওই আংটিতে হাজার হাজার ৩৮ দশমিক ৮ ক্যারটের প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। গাদা ফুলের মতো দেখতে ওই আংটির ওজন ১৬৫ গ্রাম বা ৫ দশমিক ৮ আউন্সের বেশি। এতে ব্যবহার করা হয়েছে মোট ১২ হাজার ৬৩৮ টি হীরা।
জানা গেছে, ওই আংটিতে চারটি লেয়ার রয়েছে। প্রতিটি লেয়ারে ১৩৮ টি আলাদা লাইনে হীরা গেঁথে গাঁদা ফুলটি তৈরি করা হয়েছে৷ এই হীরাগুলি সবই গুণগত মানে একেবারে উৎকৃষ্ট৷ ২৮ জন কারিগর এই আংটি বানিয়েছেন৷
এর আগে বিশ্ব রেকর্ড গড়া আংটিতে ৭৮০১ টি হীরা ব্যবহার করা হয়েছিল। ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক জুয়েলার্স হলমার্ক সেটা তৈরি করেছিল।
বানসাল গিনেসকে বলেছেন, সুরাটে জুয়েলারি নিয়ে পড়াশোনা করার সময় ২০১৮ সালে তিনি হীরা দিয়ে আংটি তৈরির রেকর্ডটি ভাঙার ব্যাপার উৎসাহিত হন। এর ঠিক দুই বছর পর তার সংস্থা গত বছর নভেম্বরের ২০ তারিখে আংটি তৈরির কাজ শেষ করে।
- বিষয় :
- হীরার আংটি
- আংটি