করোনার টিকা নিলেন সৌদি বাদশা

টিকা নিচ্ছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ-আরব নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ০৩:১১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ | ০৩:৪২
সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ করোনার টিকা নিয়েছেন।
শুক্রবার ফাইজারের উদ্ভাবিত টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। খবর আরব নিউজের
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানান, নিজের সুরক্ষার পাশাপাশি ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়’ সরকারের এই নীতি জনগণের সামনে তুলে ধরতেই টিকা নিয়েছেন সালমান বিন আবদুল আজিজ।
মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর সৌদি আরব করোনার টিকার অনুমোদন দিয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তার ভাই খালিদ বিন সালমানসহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতোমধ্যে টিকা নিয়েছেন।
- বিষয় :
- সৌদি আরবের বাদশা
- করোনার টিকা