ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঝাড়খণ্ডে মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

ঝাড়খণ্ডে মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০১:২৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৩:৪৪

ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার রাতে লাতেহারের চন্দোয়া থানার কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, চন্দোয়া থানার কাছে টহলরত পুলিশ ভ্যানে হামলা করে মাওবাদীরা। এসময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে চার পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

এর একদিন আগে লাতেহারেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সেখানে তিনি দাবি করেন, বিজেপির আমলে ঝাড়খণ্ড মাওবাদী মুক্ত হচ্ছে। তার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।


আরও পড়ুন

×