সেই সাবমেরিন খুঁজতে যুদ্ধজাহাজ-হেলিকপ্টার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ | ০০:৫১
৫৩ আরোহী নিয়ে পানির নিচে নিখোঁজ হওয়া নৌবাহিনীর সাবমেরিন খুঁজতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। সঙ্গে যুক্ত হয়েছে হেলিকপ্টারও।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
এরআগে বুধবার বালি দ্বীপের উত্তরে একটি সামরিক অনুশীলনে অংশ নেওয়ার সময় নিখোঁজ হয় এই সাবমেরিন। পরে এর সন্ধানে তল্লাশি শুরু হয়। যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের সঙ্গে আরও ৪০০ উদ্ধারকর্মী ওই সাবমেরিনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিন খুঁজতে সহয়তা সিঙ্গপুর ও মালয়েশিয়া।অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়াকে।
কর্মকর্তারা জানিয়েছেন, বালি দ্বীপের প্রায় ৬০ মাইল দূরে পানির নিচে অনুশীলনের সময় সাবমেরিনটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন রয়েছে; নিখোঁজ হওয়া সাবমেরিন যার একটি। ৭০ এর দশকে এই সাবমেরিনটি তৈরি করা হয়।
- বিষয় :
- সাবমেরিন
- ইন্দোনেশিয়া