ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মডার্নার ‘দূষিত ডোজ’ নেওয়ার পর জাপানে ২ মৃত্যু

মডার্নার ‘দূষিত ডোজ’ নেওয়ার পর জাপানে ২ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১ | ০২:০৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ | ০২:১২

টিকায় অন্য উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার করোনার টিকার ১৬ লাখের বেশি ডোজের প্রয়োগ স্থগিত করেছে দেশটি। তবে এর  আগেই ওই ‘দূষিত ডোজ’ নেয় অনেকেই। এদের মধ্যে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েকদিন পর চলতি মাসে ওই দুইজন মারা যান। মারা যাওয়া দুইজনই পুরুষ, তাদের বয়স ৩০ এর ঘরে ছিল। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্সের

গত ১৬ আগস্ট বেশ কিছু ভায়ালে দূষণের বিষয়টি প্রথম শনাক্ত করে মডার্নার টিকার স্থানীয় সরবরাহকারী তাকেদা ফার্মাসিউটিক্যাল। এরপর জাপান সরকারকে এ বিষয়ে জানায় প্রতিষ্ঠানটি। 

প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তাকেদা কিছুটা সময় নেয়। তবে বিষয়টি জেনে এক দিনের মধ্যেই জাপান সরকার মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজ করোনার টিকার ব্যবহার স্থগিত করে।

এসব টিকা স্পেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোভির কারখানায় বানানো হয়েছে। 

আরও পড়ুন

×