কক্ষপথে স্পেসএক্স
টম ক্রুজের সঙ্গে মহাকাশ পর্যটকদের আলাপ

সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১০:০৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১০:০৬
মহাকাশে প্রথমবারের মতো শুধু ট্যুরিস্ট নিয়ে যাত্রা করেছে এলন মাস্কের স্পেসএক্স। গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তিন দিনের জন্য পৃথিবী ছেড়ে যায় মহাকাশযানটি। এই অভিযানে পেশাদার কোনো মহাকাশচারী অংশগ্রহণ করেননি। মহাকাশে পৌঁছেই হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন স্পেসএক্সের চার ক্রু- জ্যারেড আইজাকম্যান, সিয়ান প্রক্টর, হেইলি আর্সেনউপ এবং ক্রিস সেমব্রোস্কি।
'ইন্সপায়ারেশন ফোর' নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানানো হয়েছে।
স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলটি যে কন্ট্রোল রুম থেকে পরিচালিত হচ্ছে, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের নামই 'ইন্সপায়ারেশন ফোর'। এটি থেকে দেওয়া একটি টুইটে শনিবার বলা হয়, 'রক, নোভা, হ্যাঙ্কস ও লিও মহাকাশ থেকে তাদের অভিজ্ঞতা হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে ভাগাভাগি করেছে। তারা সবাই খুব উচ্ছ্বসিত।' এই নামগুলো মহাকাশ অভিযানে অংশ নেওয়া চার সদস্যের সাইন কোড।
এছাড়া আরেকটি টুইটে 'ম্যাভেরিক' নামে টম ক্রুজকে উদ্দেশ করে লেখা হয়, 'আপনি যে কোনো সময় আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।' টুইটের সঙ্গে 'টপ গান' চলচ্চিত্রের একটি ভিডিও শেয়ার করা হয়, যেটিতে টম ক্রুজকে একটি এলিট ফাইটার জেট চালাতে দেখা যায়। চলচ্চিত্রটিতে টম ক্রুজের সাইন কোড ছিল 'ম্যাভেরিক'।
টম ক্রুজকে নিয়ে স্পেসএক্সের ক্রুদের এই আদিখ্যেতার কারণ হচ্ছে, আগামীতে মহাকাশে একটি চলচ্চিত্র নির্মাণের আশা করছেন ক্রুজ। সেই চলচ্চিত্রে তিনি এলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। এই মহাকাশ অভিযানের বিস্তারিত এখনও কিছু প্রকাশ করা হয়নি। খবর এএফপির।