সিয়েরা লিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৯১

ছবি: সাউথ ওয়েব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১ | ০৫:১১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২১ | ০৮:১৩
সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ফ্রিটাউনের একটি ব্যস্ত এলাকায় ৪০ ফুট তেলের ট্যাঙ্কারটির সঙ্গে অন্য একটি পরিবহণের সংঘর্ষের পরই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনডিএমএ) পরিচালক মোহাম্মদ লামরানে বাহ জানান, ‘ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। কারো কারো অবস্থা গুরুতর’। খবর বিবিসি ও আল-জাজিরার
লামরানে বাহ আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মরদেহগুলো উদ্ধারে কাজ চলছে।
দেশটির রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো ভয়াবহ এই বিস্ফোরণ ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।