পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে তেমন সহায়তা করছে না চীন: যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৪২ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৬
পশ্চিমের দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে সম্ভবত চীন ইউক্রেন আক্রমণে রাশিয়াকে তেমন সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বাইডেন প্রশাসনের এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করে তিনি বলেন, চীন যদি ইউক্রেনে রুশ হামলায় সমর্থন দেয় তাহলে দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটির সুনাম 'নষ্ট' হবে।
যুক্তরাষ্ট্র ও মিত্রদের রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি আন্তর্জাতিক ট্রান্সেকশন নেটওয়ার্ক সুইফট থেকে দেশটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর সেই মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, 'এসব ঘটনা দেখে মনে হচ্ছে রাশিয়াকে উদ্ধার করতে চীন এগিয়ে আসছে না।'
তিনি আরও বলেন, 'ইতোমধ্যে চীনের কয়েকটি ব্যাংক রাশিয়া থেকে পণ্য কেনার ঋণপত্র (এলসি) বন্ধ করে দিয়েছে। এটি ইতিবাচক দিক।'
আমদানি-রপ্তানি বাণিজ্যে চীন রাশিয়ার বড় অংশীদার। ২০২০ সালে রাশিয়ার অপরিশোধিত তেলের একটি বড় অংশ চীন কিনেছিল। বিপরীতে চীন দেশটিতে মোবাইল ফোন থেকে কাপড়-খেলনাসহ বহু পণ্য রপ্তানি করে।