ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ম্যাক্রোঁকে পুতিন: ইউক্রেন অভিযানের লক্ষ্য পূরণ করবে রাশিয়া

ম্যাক্রোঁকে পুতিন: ইউক্রেন অভিযানের লক্ষ্য পূরণ করবে রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৮:৪৮ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০৮:৫৪

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা আটদিন ধরে দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত।

এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের তার লক্ষ্য অর্জন করবে।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘ ৯০ মিনিটের ফোনালাপে এমন তথ্যই জানিয়েছেন পুতিন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা এবং দেশটিকে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসা।

টেলিফোন কলের রিড-আউট অনুসারে, পুতিন বলেছেন, ইউক্রেন আলোচনা বিলম্বিত করার চেষ্টা চালালে মস্কোর দাবির তালিকা আরও বড় হবে।

এসময় পুতিন আরও বলেন, গতকাল ম্যাক্রোঁ যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত নন তিনি। ওই বক্তব্যে যুদ্ধের জন্য এককভাবে রুশ প্রেসিডেন্টকে দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট

আরও পড়ুন

×