ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মার্কিন সিনেটের সঙ্গে জুম মিটিং করবেন জেলেনস্কি

মার্কিন সিনেটের সঙ্গে জুম মিটিং করবেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ২২:৪৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০০:১২

চলমান রাশিয়ান আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সাহায্য চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তার সেই সাহায্যের আবেদনে কোনো সাড়া দেয়নি পশ্চিমা কোনো দেশ। এবার চলমান রুশ আগ্রাসন ও পরিস্থিতিতে মার্কিন সিনেটের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এজন্য ইতোমধ্যেই ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে কথা বলতে জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন সিনেট। খবর বিবিসির।

শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন ভলোদিমির জেলেনস্কি। তবে এক সপ্তাহেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর এবারই প্রথম সমগ্র মার্কিন সিনেটের সাথে কথা বলবেন দেশটির প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে মার্কিন সিনেটের সদস্যদের সাথে দেখা করেছেন ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা। এসময় তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের জরুরিভাবে আরও সহায়তা প্রয়োজন।

আরও পড়ুন

×