ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইতালিতে বিয়ে করলেই মিলবে অর্থ

ইতালিতে বিয়ে করলেই মিলবে অর্থ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০০:৫৭ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০১:০৬

রোমের কোনো প্রাসাদ, সমুদ্রের ধারে কিংবা যেখানেই বিয়ের অনুষ্ঠান হোক না  বিয়ে করলেই নবদম্পতিদের পুরস্কার হিসেবে ২০০০ ইউরো দেবে ইতালির লাজিও অঞ্চল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারি কারণে এতদিন বিয়ের এই খাতটিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে 'ইন লাজিও উইথ লাভ'। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত যারা বিয়ে করবেন তারা এই অর্থ পাবেন।  এটি ইতালীয় নাগরিক ও দেশটিতে থাকা বিদেশি সবার জন্য উন্মুক্ত।

প্রথমে হবু দম্পতিদের ওই অর্থ পেতে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে তারা 'লাজিও' এর মাধ্যমে বিয়ের খরচ পাবেন। বিয়ের সবধরনের আনুষঙ্গিক খরচের জন্য তাদের দেওয়া হবে ২০০০ ইউরো।

ওই অঞ্চলটিতে এই প্রকল্পের জন্য ১০ মিলিয়ন ইউরো  বরাদ্দ রাখা হয়েছে। ২০২৩ এর জানুয়ারির শেষ পর্যন্ত বা তহবিলটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত হবু দম্পতিরা এই অর্থের জন্য আবেদন করতে পারবেন।

লাজিওর প্রেসিডেন্ট নিকোলা জিঙ্গারেটি বলেন, 'অর্থনৈতিক সংকটের কারণে বিয়ের খাতটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রকল্পটি করা হয়েছে'।

মহামারি শুরুর সময় থেকে ৯০০০ দম্পতি লাজিও অঞ্চলে বিয়ে করেছেন। যা ২০১৯ সালে ছিল ১৫ হাজারেরও বেশি।

ইতালীয় রাজধানী, মধ্যযুগীয় পাহাড়ের চূড়ার শহর, স্যান্ড ডিউন বীচ এবং সার্সিও জাতীয় উদ্যানের মতো বিয়ের অনুষ্ঠানের জন্য নানা জায়গা আছে লাজিওতে। এখানে অনুষ্ঠিত বিয়েগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল হলিউডের তারকা জুটি টম ক্রুজ এবং কেটি হোমসের বিয়ে। তারা ২০০৬ সালে ব্রাকিয়ানোর ওরসিনি-ওডেসকালচি দুর্গে বিয়ে করেছিলেন। অবশ্য তাদের সেই বিয়ে ভেঙে গেছে বহু দিন আগেই।

ল্যাজিওর পর্যটন কাউন্সিলর ভ্যালেন্টিনা কোরাডো বিয়ের খাতটিকে পুনরায় সচল করার আহ্বান জানিয়ে বলেন, গত দুই বছরে এই খাতের কারণে এর সঙ্গে সম্পর্কিত সব খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও পড়ুন

×