ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাশিয়ায় ভিসা-মাস্টারকার্ডের কার্যক্রম স্থগিত

রাশিয়ায় ভিসা-মাস্টারকার্ডের কার্যক্রম স্থগিত

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২৩:১৩ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০০:৪১

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে ভিসা এবং মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠান দুটি আলাদাভাবে একথা জানিয়েছে। খবর আল-জাজিরার 

মাস্টারকার্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রুশ ব্যাংক থেকে জারি করা কার্ডগুলো দেশটির নেটওয়ার্কে আর কাজ করবে না। এমকি দেশের বাইরেও এসব কার্ড কোনও রাশিয়ার স্টোর বা এটিএমে কাজ করবে না।

মাস্টারকার্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সিদ্ধান্তটি হালকাভাবে নেইনি। গ্রাহক, অংশীদার এবং সরকারের সঙ্গে আলোচনার পর এই পদেক্ষপ নিয়েছি।’

আর ভিসা কার্ডের কর্তৃপক্ষ বলছে, তারা আগামী দিনে সব ধরনের ভিসা লেনদেন বন্ধ করার জন্য রুশ ক্লায়েন্টের পাশাপাশি অংশীদারদের সঙ্গে কাজ করছে।

ভিসার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিবৃতিতে বলেন, 'ইউক্রেনে রাশিয়া বিনা প্ররোচনায় আগ্রাসন এবং আমরা অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করছি'।

এর আগে রাশিয়ার অনেক আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরাপ করে পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুন

×