ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুতিনকে আবারও ফ্রান্সের প্রেসিডেন্টের ফোন

পুতিনকে আবারও ফ্রান্সের প্রেসিডেন্টের ফোন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৮:৩৪ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৮:৩৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও টেলিফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় ফোনে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট কথা বলেন দুই দেশের প্রধান।

রোববার ফরাসি প্রেসিডেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ১ ঘণ্টা ৪৫ মিনিটের দীর্ঘ ফোনালাপে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিন ম্যাক্রোঁর আগে পুতিনকে ফোন করেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান। এসময় পুতিনকে ইউক্রেনে আক্রমণ বন্ধের আহ্বান জানান তিনি। তবে এরদোগানের যুদ্ধবিরতি আহ্বানে পুতিন জানান, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাবেন তিনি।

এর আগে গত বৃস্পতিবার চলমান রুশ আগ্রাসন নিয়ে পুতিনের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেন ম্যাক্রোঁ। এসময় ফরাসি প্রেসিডেন্টকে পুতিন জানান, তার লক্ষ্য পুরো ইউক্রেন দখল করা।

আরও পড়ুন

×