ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টিভি অনুষ্ঠানে সালমান রুশদি

টিভি অনুষ্ঠানে সালমান রুশদি

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ২৩:৪৭

ইংরেজি ভাষার প্রথিতযশা সাহিত্যিক সালমান রুশদি। ২০২২ সালে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে তাঁর প্রাণসংশয় ঘটে। শেষমেশ বেঁচে গেলেও একটি চোখ হারান। (১৪ এপ্রিল) রবিবার সাক্ষাৎকারমূলক জনপ্রিয় মার্কিন টেলিভিশন অনুষ্ঠান সিক্সটি মিনিটস-এ সর্বশেষ গ্রন্থ, আত্মজীবনী ‘নাইফ’ থেকে পড়ে শোনান সালমান রুশদি। স্বীকার করছি, প্রায়ই আমি কল্পনা করতাম, জনতার ভিড় থেকে হঠাৎ বুঝি কোনো হন্তারক উঠে এলো, ছুটে এলো আমার দিকে। তারপর যখন সত্যিই  তেমন কাউকে দেখতে পেয়ে গেলাম, দুদ্দাড় করে ছুটে আসছে আমাকে মারবে বলে, প্রথম যে কথা মনে হলো, আহ, এই তবে আপনি? দেখা হলো অবশেষে। (...So it’s you. Here you are.”)
সিক্সটি মিনিটসএর সঞ্চালক ছিলেন অ্যান্ডারসন কুপার। বললেন, যেন এ মুহূর্তটার অপেক্ষায় ছিলেন আপনি। অনেকটা তাই, বললেন রুশদি। মনে হচ্ছিল, দূর অতীত থেকে কিছু একটা বুঝি ছুটে আসছে। আমাকে অতীতের দিকে টেনে নিয়ে যায়। যেন মেরে রেখে আসতে ওই দূর অতীতের কোথাও। অ্যান্ডারসন কুপার ও সালমান রুশদি এরপর সাতাশ সেকেন্ড নীরবতা পালন করেন। রুশদির ওপর হামলার সময়কাল ছিল সাতাশ সেকেন্ড। কী দীর্ঘ এই সময়, কুপারের স্টপওয়াচে গণনা শেষ হওয়ার পর আক্ষেপ রুশদির। আমার জীবনের অতি অবিশেষ আধমিনিট, জীবন-মৃত্যুর সন্ধিস্খলের আধ মিনিট। 
 

আরও পড়ুন

×