এক বন্ধুপাগলের কথা

স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপভিত্তিক বাড্ডা-৮৩ গ্রুপকে ‘বন্ধু সংঘ’ বলেও অভিহিত করা হয়
সাঈদ নিশান
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ০৬:৪২ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ১৫:২০
মানুষের চলার পথে কতই-না বন্ধুত্ব হয়। শৈশব থেকে বার্ধক্য; শিক্ষাজীবনের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় পেরিয়ে কর্মজীবন– স্থান-কাল ভেদে অনেকের সঙ্গেই তো বন্ধুত্ব হয়। কিন্তু সব বন্ধুত্ব কি স্থায়িত্ব পায়! বিশেষ করে প্রথম জীবনে অর্থাৎ স্কুল পর্যায়ে যাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একই রকম কথা বলে, একই পথে চলে, একই ধারণা পোষণ করে সময় কাটত। নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে ছুটে কে কোন পথের পথিক হয়ে একে অন্যের কাছ থেকে দূরে সরে যায়, তখন সে কথা কি মনে আসে!
জীবনের ঘূর্ণিপাকে কে কোনদিকে ছিটকে যায়, তা জানার অবসর মেলে না। কিন্তু সব সম্পর্কের সেরা সম্পর্ক যে বন্ধুত্ব। সত্যিকার অর্থেই বন্ধুত্ব এক অদ্ভুত সম্পর্কের নাম। রক্তের হয়তো কোনো লেনদেন থাকে না এ ক্ষেত্রে, তবু সে সম্পর্কের চেয়েও বেশি আবেগের হয়ে ওঠে বন্ধুত্ব।
মধ্যবয়সে এসে আবুল খায়ের পনির অনুভব করছেন ফেলে আসা প্রথম জীবনের বন্ধুদের। কর্মব্যস্ততার মাঝেও হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেতে আবেগতাড়িত হয়ে পড়েন। সমাজকর্মী বন্ধু মহিব বিল্লাহ আতিকের অনুপ্রেরণায় গড়ে তোলেন সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপভিত্তিক গ্রুপ বাড্ডা-৮৩। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এক-এক করে খুঁজে বের করেন বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রথম জীবনের বন্ধুদের। সবাইকে একসূত্রে বেঁধেছেন। এই গ্রুপ নিয়ে এখন অনেকের মাঝেই কৌতূহল। স্থানীয়ভাবে কেউ কেউ এই গ্রুপকে ‘বন্ধু সংঘ’ বলেও অভিহিত করেন।
পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বন্ধুমহলে পনিরের নতুনভাবে পরিচিতি গড়ে উঠেছে ‘বন্ধুপাগল’ হিসেবে। ব্যক্তিগত জীবনে আবুল খায়ের পনির বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। বাড্ডা-৮৩ গ্রুপে তিনি প্রধান অ্যাডমিন হিসেবে বন্ধুদের সঙ্গে সমন্বয় করে থাকেন। এ ছাড়া আরও তিনজন অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন– সাইফুল আলম বাবু, সোহেল আমজাদ ও আরিফ ইকবাল লিটন। এ গ্রুপে বর্তমানে সদস্য সংখ্যা ১৫৫। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও কিছু বন্ধুকে এর আওতায় আনার চেষ্টা চলছে।
পনির আরও জানান, এসএসসি-৮৩ ব্যাচমেটদের নিয়ে এ গ্রুপ গঠন করা হয়েছে। এ সংগঠনে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অন্তর্ভুক্তি রয়েছে। বর্তমানে এ গ্রুপের মোট সদস্যের ৭৫ ভাগ ঢাকায়, ১০ ভাগ ঢাকার বাইরে এবং ১৫ ভাগ দেশের বাইরে অবস্থান করছেন। গেট টুগেদারের আয়োজন করা হলে দেশে থাকা বন্ধুরা সশরীরে এবং প্রবাসী বন্ধুরা ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়ে থাকেন।
আবুল খায়ের পনির বলেন, ‘বন্ধু বলতে শুধু বিনোদনের সঙ্গী বোঝায় না– এই ধারণাকে আমি আরেকটু বড় মাপে ধারণ করতে চাই। বন্ধুত্ব নিয়ে ইংরেজিতে একটি কথা আছে– অনলি আনসিঙ্কেবল শিপ ইজ ফ্রেন্ডশিপ, অর্থাৎ পৃথিবীর সব সম্পর্কের জাহাজ সাগরের জলে তলিয়ে গেলেও বন্ধুত্বের জাহাজ কখনও ডোবে না। বন্ধুত্ব মানে একতা, বন্ধুত্ব মানে শক্তি। বন্ধুতার এই একতা ও শক্তিকে পুঁজি করে আমি এমন কিছু কল্যাণমূলক কাজ করতে চাই, যা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
- বিষয় :
- বন্ধুত্ব