ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সালতামামি

রাসেল’স ভাইপার নিয়ে লঙ্কাকাণ্ড

রাসেল’স ভাইপার নিয়ে লঙ্কাকাণ্ড

রাসেল’স ভাইপার

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৭:০০

বিদায়ী বছরের জুন মাসে বিভিন্ন পত্র-পত্রিকায় দেশের বিভিন্ন স্থানে চন্দ্রবোড়া বা রাসেল’স ভাইপার সাপের দংশনের খবর প্রকাশিত হয়। তবে সে সময় কার্যত বাস্তবের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে রাসেল’স ভাইপার।

বিভ্রান্তিকর তথ্যের কারণে কোনো সাপ দেখলেই মানুষ মেরেছে বিভিন্ন স্থানে। বলা হচ্ছে, এটি নাকি আমাদের দেশে বাইরে থেকে অনুপ্রবেশ করেছে। এ তথ্য পুরোপুরি ভিত্তিহীন। রাসেল’স ভাইপার প্রাচীনকাল থেকে বাংলাদেশে আছে এবং স্থানীয় প্রজাতির সাপ। ১৯২৯ সালে পি জে ব্যানার্জি প্রকাশিত ‘হ্যান্ডবুক অব স্নেকবাইট’ বইয়ে ২২টি রাসেল’স ভাইপার দংশনের কথা উঠে আসে যশোর, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী অঞ্চলের। ১৯৩৫ সালে প্রকাশিত ‘দ্য ফনা অব ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থেও বাংলাদেশে রাসেল’স ভাইপারের উপস্থিতি সম্পর্কে জানা যায়।

ইমেরিটাস অধ্যাপক কাজী জাকের হোসেনের ‘এন ইনট্রোডাকশন টু দ্য ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ’ গ্রন্থে উল্লেখ আছে এই রাসেল’স ভাইপারের নাম এবং বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে রংপুরে এর বিস্তৃতির কথা বলা হয়। দেশের খ্যাতিমান গবেষকদের প্রকাশিত বিভিন্ন বইয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বরেন্দ্র অঞ্চল এবং পদ্মা অববাহিকার ওপরের অঞ্চল এ সাপের প্রধান আবাসস্থল। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, স্রোতসহ বিভিন্ন কারণে এই সাপ অন্য এলাকায় ছড়িয়েছে।

আরও পড়ুন

×