সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার

কুররাতুল আইন কানিজ
কুররাতুল আইন কানিজ
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০০:২২
কুররাতুল আইন কানিজ
যুগ্ম সদস্য সচিব
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
আন্দোলনের শুরুর দিন থেকেই আমি যুক্ত ছিলাম। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ছিলাম। আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমি, নাহিদ ইসলাম, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আবু সাঈদ লিওন, প্রীতম সোহাগসহ আরও কয়েকজন বের হয়ে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে আন্দোলনের সব আপডেট দেওয়ার। আমরা নিজেদের তথ্য দিয়ে গ্রুপ খুলে ফেলি। সেখান থেকেই স্লোগান ও কর্মসূচি নির্ধারিত হয়। এরপর মাইক ভাড়া করে আন্দোলন করার জন্য এবং আরও আনুষঙ্গিক কাজের জন্য টাকার দরকার হলে প্রীতম সোহাগ ভাই প্রথম তাঁর পকেট থেকে ১০০ টাকা দিয়ে ক্রাউড ফান্ডিং করা শুরু করলেন। এরপর আমরা সবাই যে যার মতো টাকা দিতাম। আমি অন্য মেয়েদের সঙ্গে নিয়ে পোস্টার, ফেস্টুন ডিজাইন করে, লিখে নিয়ে আসতাম এবং তা বণ্টন করে আন্দোলন করতাম। অগ্নিঝরা স্লোগানে আন্দোলন গতি পেয়েছে। v
- বিষয় :
- জুলাই অভ্যুত্থান