ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আন্দোলনে সৃষ্টিশীলতা

আন্দোলনে সৃষ্টিশীলতা

রিফাত রশিদ

রিফাত রশিদ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০০:২৩

রিফাত রশিদ
সভাপতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গণঅভ্যুত্থানের অন্যতম একটি শক্তি ছিল দীর্ঘদিনের ক্যাম্পাসে রাজনীতি এবং আন্তর্জাতিক পলিসি মেকিং সম্পর্কিত পাঠচক্রগুলোয় অংশগ্রহণ করা। দেশের মানুষ হরতাল, অবরোধ এই শব্দগুলো নেতিবাচক হিসেবে ধরে। সেখান থেকে কীভাবে আধুনিক আর সৃষ্টিশীল করে সবার কাছে পৌঁছানো যায়, সেটি আমাদের মূল লক্ষ্য ছিল।
‘স্বপ্নের বাসা’ নামের একটি বাসা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন চাঁনখারপুল এলাকায়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান স্ট্র‍্যাটেজিগুলো প্রস্তুত করতাম এবং পরবর্তীকালে আমরা সবার মতামত নিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতাম। আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্রস্তাবনা করেন আব্দুল হান্নান মাসউদ। পরবর্তীকালে অবরোধ কর্মসূচির জন্য আমরা কার্জন হলের প্রাণিবিদ্যা বিভাগের হোয়াইট হাউসে বসে অবরোধ নিয়ে আলোচনা করি। সেখানে আসিফ মাহমুদ ভাই সর্বপ্রথম ‘বেঙ্গল ব্লকেড’ নাম দিয়ে অবরোধ করার প্রস্তাবনা করেন। পরবর্তী সময়ে আমরা সকলে এই প্রস্তাবে সম্মত হই। এরপর যখন আমরা স্বপ্নের বাসায় মিটিংয়ে বসি তখন আমি ‘বেঙ্গল’ শব্দটা ব্যবহার না করে ‘বাংলা’ ব্যবহার করার প্রস্তাব করি। কমপ্লিট শাটডাউন টার্মটা পুরোপুরি আসিফ ভাইয়ের মাথা থেকে এসেছে। তিনি আমাদের সঙ্গে আলোচনা করে এই টার্ম প্রস্তাব করেন। আন্দোলনের সময় যখন ডিবি অফিসে মূল নেতৃবৃন্দ আটক ছিলেন, তখন যে টার্মগুলো ছিল বেশির ভাগই আমার, হান্নান মাসউদসহ বাকিদের একত্রে সম্মত হয়ে দেওয়া। মূলত আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বোঝাপড়া, একসঙ্গে থাকা, জেল খাটা, নিপীড়ন সহ্য করার মাধ্যমে চিন্তা, চেতনায় এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে, যা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। v

আরও পড়ুন

×