ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

কোটি টাকা প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি কারাগারে

জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১৪:২৮

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলী আদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারা অনুযায়ী এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।

শাহাদাত লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে। মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটা ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তির শর্ত অনুযায়ী আসামিরা ভাড়া দিলেও মেয়াদান্তে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং বিগত ২০১৯ সাল থেকে আসামিরা বাদীকে কোনো মাসের ভাড়া প্রদান করেননি।

বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের দাপট দেখিয়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামি। এতে করে তিনি কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি ভাড়া চাইলে বাদীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। উপয়ান্তর না দেখে বাদী ন্যায়বিচারের আশায় গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন। আদালত সবকিছু আমলে নিয়ে সম্প্রতি আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। শাহাদাত জামিন চাইতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×