হাইকোর্টের ৪৮টি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ১৯:০৫
বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে নবগঠিত এই বেঞ্চের তালিকা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো গঠন করা হলো। তালিকা পর্যালোচনায় দেখা যায়, এই বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ, আর ১৮টি একক বেঞ্চ রয়েছে।
উল্লেখ্য, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে। এ লক্ষ্যে বিচারকাজে গতি আনতে হাইকোর্টের বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়েছে। এর ফলে সাধারণত বেঞ্চের বিচারপতিদের এখতিয়ার পুনর্বিন্যাস করা হয়। জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে কনিষ্ঠ বিচারপতিদের নিয়ে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়ে থাকে।
- বিষয় :
- হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
- বিচারক