ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগছে?

শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগছে?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩ | ১১:২১ | আপডেট: ২১ মে ২০২৩ | ১১:২১

বড়দের মতো ছোটদেরও কোষ্ঠকাঠিন্য হতে পারে।  এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে খাদ্যাভ্যাসের পরিবর্তনসহ বেশ কিছু বিষয়ে সচেতন হতে হবে। সেক্ষেত্রে ঘরোয়া কিছু সমাধানের চেষ্টা করতে পারেন।

শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যা করণীয়


১. শিশুর খাবারে বেশি করে সবজি দিন। এতে থাকা ফাইবার পেট পরিষ্কার করতে সাহায্য করে। শিশুরা এমনিতে সবজি খেতে চায় না। সেক্ষেত্রে সবজি দিয়ে মুখরোচক কিছু খাবার রান্না করে খাওয়াতে পারেন। তাতে নাক কুঁচকাবে না শিশু।

২. খাওয়াদাওয়ার পর শিশুকে ফলমূল খাওয়ানোর অভ্যাস করান । ফলের শরবত না খাইয়ে ফল খাওয়ানো ভালো। এতে ফলে থাকা ফাইবার শিশুর শরীরে যাবে। একান্ত খেতে না চাইলে জুস করে ফল খাওয়াতে পারেন।

৩. শিশুকে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে উৎসাহিত করুন। একটু ছটফটে হলে শিশুকে না আটকানোই ভালো। এতে শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকটা কমবে।  

৪. প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শিশুকে এক গ্লাস হালকা গরম পানি খাওয়ান।

৫. সকালে উঠেই খালিপেটে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়াতে পারেন।

৬. রাতে ঘুমাতে যাওয়ার সময় ১/২ চা চামচ ঘি-র সঙ্গে এক গ্লাস গরম দুধ খাওয়ালে উপকার পাবেন।

৭. বাইরের খাবার ও মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িতে তৈরি করা হালকা টাটকা খাবার খাওয়ালে উপকার পাবেন।

৮. দিনের একটি নির্দিষ্ট সময় শিশু যাতে অন্তত ১০ মিনিট হলেও টয়লেটে বসে সেই অভ্যাস গড়ে তুলুন।

যদি শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা না কমে, পায়খানার সঙ্গে রক্তপাত হয়, তার পেটে ব্যথা বা হজমজনিত সমস্যা ঘন ঘন দেখা যায় তাহলে শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ধরনের ওষুধ দেবেন না।


সূত্র: হিন্দুস্তান টাইমস, ওয়েব এমডি

আরও পড়ুন

×