ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইতিহাসের সাক্ষী জিন্স প্যান্টের ছোট পকেট

ইতিহাসের সাক্ষী জিন্স প্যান্টের ছোট পকেট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৪:০১ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৪:০৩

জিন্স প্যান্ট পরতে নারী-পুরুষ সবাই কমবেশি পছন্দ করেন। জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের অংশে ছোট আরেকটি পকেট থাকে। অনেকেই এই প্যাকেটে চাবি, গিটারের পিক, পেনড্রাইভ, মেমোরি কার্ড ও খুচরা পয়সা রাখেন। কেউ আবার কিছুই রাখেন না। তবে ছোট এই পকেটটি বিশেষ দরকারে রাখা হয়েছিল।

জিন্সের জন্ম ১৮০০ শতকে। তবে ব্লু  জিন্স প্যান্টের প্রচলন শুরু হয় ১৮৭৩ সালের ২০ মে। এই দিনেই জ্যাকব ডেভিস ও লেভি স্ট্রস অ্যান্ড কোং কোম্পানি ব্লু  জিন্সের অফিশিয়াল পেটেন্ট পেয়েছিলেন।  

ছোট পকেট রাখার কারণ সম্পর্কে ইতিহাসবিদ ট্রেসি পানেক জানান, লেভি স্ট্রস অ্যান্ড কোং  এর তথ্যমতে, ১৮৭৯ সাল থেকে জিন্স প্যান্টে ওই ছোট পকেটটির প্রচলন শুরু হয়। চেইন  ঘড়ি রাখার উদ্দেশ্যে ওই প্যাকটি তৈরি করা হয়।

১৮০০ শতকে কাউবয়রা চেইন ঘড়ি ব্যবহার করতেন। ওই সময় এই ঘড়ির প্রচলন ছিল। তখন তারা ঘড়ি রাখতেন ওয়েস্টকোটে। এতে প্রায়ই ঘড়ি ভেঙে যেত। এর পর ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য ১৮৭৯ সালে বাজারে আসে ছোট পকেট যুক্ত জিন্স প্যান্ট । কালের বিবর্তনে এখন সেই ঘড়ির প্রচলন নেই। তবে ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে ছোট পকেটটি।









আরও পড়ুন

×