ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বেসন নাকি কাঁচা দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কোনটি

বেসন নাকি কাঁচা দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কোনটি

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ১৬:০৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ | ১৬:১৩

ত্বক ভালো রাখতে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া উপাদানে। সেক্ষেত্রে বেসন কিংবা কাঁচা দুধ দুটিই বেশ কার্যকর। এ দুটি উপাদানই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অনেকের প্রশ্ন, এই দুটি উপাদানের মধ্যে কোনটি বেশি কার্যকরী। 

বেসনের উপকারিতা

বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এতে থাকা ক্লিনজিং এজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। বেসন ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে। গরমে বেসন ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের সমস্যা সহজে দেখা দেবে না। 

কাঁচা দুধের উপকারিতা

কাঁচা দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকর। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে। ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। এ কারণে ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে সময় লাগে না। তবে তৈলাক্ত ত্বকে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধ ব্যবহার না করাই ভালো। বিশেষ করে কারও ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে, তাহলে কাঁচা দুধ ব্যবহার করাই উচিত নয়  বলে পরামর্শ রূপ বিশেষজ্ঞদের। 


বেসন নাকি কাঁচা দুধ
এই গরমে তৈলাক্ত ত্বকে লাগান বেসন লাগাতে পারেন। আর যাদের ত্বক রুক্ষ-শুষ্ক তারা ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন কাঁচা দুধ। এতে উপকার পাবেন। 

আরও পড়ুন

×