ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বৃষ্টি ভেজা চুলের যত্ন নেবেন যেভাবে 

বৃষ্টি ভেজা চুলের যত্ন নেবেন যেভাবে 

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৩:৪৩

বর্ষার মৌসুমে যখন তখন বৃষ্টি নামে। মাঝেমাঝে বৃষ্টির তোড় এতটা বেশি থাকে যে সঙ্গে ছাতা থাকলেও জামাককাপড়ের সাথে চুল ভিজে যায়। বৃষ্টির পানি লাগলে চুলের গোড়া নরম হয়ে যায়। তখনই চুল ঝরতে শুরু করে। বাড়ি ফিরে ভিজে চুল তোয়ালে দিলে মুছলেও চুলের আলাদা যত্ন জরুরি। 

১. ভিজা চুলে আলগা করে তোয়ালে জড়িয়ে রাখুন। তোয়ালে চুলের পানি শুষে নেওয়ার পর মাথা ভিজিয়ে গোসল করুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন । তবে ভেজা চুল ভুলেও ড্রায়ার দিয়ে শুকোবেন না। ভালো করে মুছে নিলে এমনিতেই চুল শুকিয়ে যায়। 

২. বৃষ্টিতে ভিজলে অনেকেই বাড়িতে ফিরে গরম পানি দিয়ে গোসল সারেন।  কেউ কেউ শ্যাম্পুও করেন। কিন্তু গরম পানিতে চুল ধুলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। আরও বেশি করে চুল ঝরার আশঙ্কা বাড়ে। 

৩. চুলের জন্য গ্রিন টি এবং অ্যালো ভেরা ভীষণ উপকারী। চুল ভালো রাখতে এই দুই উপাদান ব্যবহার করতে পারেন। চুলের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে এই উপকরণগুলিতে। কন্ডিশনার হিসাবেও ব্যবহার করতে পারেন এসব উপাদান। 

আরও পড়ুন

×