চুল পড়া কমাতে অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১২:১১ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১২:১১
চুল নিয়ে কমবেশি সবাই নানা সমস্যায় ভোগেন। খুশকির সমস্যা, চুল পড়া থেকে শুরু করে চুলের আগা ফাটার সমস্যা প্রায়ই দেখা যায়। বিশেষ করে চুল পড়ার সমস্যায় ভুগতে হয় অনেককে। প্রায় সারা বছরই এ সমস্যা দেখা যায়। যারা নিয়মিত এই সমস্যায় ভুগছেন তারা প্রতিকার হিসেবে বেছে নিতে পারেন অলিভ অয়েল। নিয়মিত এই তেল ব্যবহারে দূর হবে চুল পড়ার সমস্যা।
কীভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল
হাতে তেল নিয়ে ভালো করে চুল ও মাথায় তালুতে মালিশ করুন। অন্তত দশ মিনিট ধরে মালিশ করার চেষ্টা করুন। মাথায় পানি দেবেন না। সারা রাত তেল মাথায় রেখে সকালে শ্যাম্পু করে নিন।
ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানাতে পারেন। পাত্রে ২ চামচ অলিভ অয়েল নিয়ে তাতে ডিম ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যবহার করলে উপকার পাবেন।
একটি পাত্রে অলিভ অয়েল নিন। তুলায় লাগিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে গেলে শ্য়াম্পু করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এভাবে তেল ব্যবহার করলে চুল ঝরা কমবে
- বিষয় :
- চুল পড়া কমায়