ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সমকালীন প্রসঙ্গ

আনোয়ারা বেগমের জামিন ও কিছু প্রশ্ন

আনোয়ারা বেগমের জামিন ও কিছু প্রশ্ন

অধ্যাপক আনোয়ারা বেগম

ইফতেখারুল ইসলাম

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২০:২১ | আপডেট: ০২ জুন ২০২৫ | ২১:২৭

 

জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আটক অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। নিঃসন্দেহে এটি বর্তমান বিচারিক ব্যবস্থার প্রতি গণমানুষের আস্থা বাড়িয়ে তুলবে। গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। গত ১৬ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা মামলাটি করেছিলেন। সংবাদমাধ্যমে জানা যায়, পুলিশের জবানবন্দি অনুযায়ী সুজন মোল্লা আন্দোলনকালে চোখে গুলিবিদ্ধ হন। 
অধ্যাপক আনোয়ারা বেগমের বয়স ৭০ বছর। দীর্ঘ সময় ধরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তাছাড়া তিনি অসুস্থ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জামিন পাওয়ার যোগ্য। এসব যুক্তি বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

আদালতে পুলিশ জবানবন্দিতে বলেছে, গত বছর ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার সূত্রাপুর থানার রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় যুক্ত ছিলেন। এতে মামলার বাদী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। এই প্রেক্ষিতে অধ্যাপক আনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 

নিঃসন্দেহে জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতার নেপথ্যে আমলাতন্ত্র থেকে শুরু করে কোথাও কোথাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ইন্ধন কিংবা পরোক্ষ সহযোগিতা করেছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়েও অভিযুক্তদের তালিকা তৈরি হয়েছে। তবে সবক্ষেত্রে সততা ও যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা তা নিয়ে পত্রপত্রিকায় বহু প্রশ্ন উঠেছে। কোথাও কোথাও অর্থের বিনিময়েও মামলা ঠুকে দেওয়া কিংবা প্রত্যক্ষভাবে সহিংসতায় যুক্ত ব্যক্তিদেরও মামলার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

একচেটিয়াভাবে সবাইকে একই নিক্তিতে বিচার করে মামলা ঠুকে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করে দেবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আন্দোলনের শরিকরাই। এ জন্য গুরুত্বপূর্ণ হলো, মামলা দায়েরের ক্ষেত্রে অভিযুক্তের সংশ্লিষ্টতা কেমন– প্রত্যক্ষ নাকি পরোক্ষ তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা। এতে মামলার ভিত্তি যেমন শক্ত হবে, তেমনি বিচার ব্যবস্থার সংস্কারের পথ আরও জোরদার করা সম্ভব। সে ক্ষেত্রে অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে থাকবে। 

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান দাবি গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি করা। রোববার সংবাদমাধ্যমে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হয়। এটি ইতিবাচক বার্তা। 

স্বাধীনতার পর থেকেই আমরা রাজনৈতিক সহিংসতা দেখেই চলেছি। স্কুল, কলেজ থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান রাজনীতিকীকরণ করা হয়েছে। এতে যেমন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, তেমনি বহুভাবে সমাদৃত ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। রাষ্ট্র, সরকারি দল তথা ক্ষমতা একাকার হয়ে গেলে প্রতিষ্ঠানগুলোর কোনো স্বায়ত্তশাসন থাকে না।

গণঅভ্যুত্থানের মূল দাবি আর্থসামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন নিশ্চিত করা। মামলা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন না হলে বিচারিক ক্ষেত্রে সত্যিকার সংস্কার আনা সম্ভব হবে না। তাই বিশেষ কোনো চাপ, অর্থ বিনিময়, কিংবা প্রভাবের ভিত্তিতে যাতে কারও বিরুদ্ধে মামলা-মোকদ্দমা না হয়, আবার একইভাবে কেউ যাতে ছাড় না পায় তাও সুনিশ্চিত করা জরুরি।  

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল 
[email protected]

আরও পড়ুন

×