ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

তরুণ সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ আশার আলো দেখায়: প্রধানমন্ত্রী

তরুণ সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ আশার আলো দেখায়: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ২২:৪৭ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ২২:৫২

আমলাদের নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের অনেকে অনেক দোষ দেয়। কিন্তু আমি দেখেছি আশ্রয়ণ প্রকল্পের সময়ে যারা একেবারে তরুণ (কর্মকর্তা) তাদের ভেতরে যে আন্তরিকতা, তাদের কাজ করার যে আগ্রহ- সেটা সত্যিই আমাকে আশার আলো দেখায়। সকলে যেন মন প্রাণ ঢেলে দিয়ে কাজ করেছে। এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের নিবেদিতপ্রাণ কর্মী তো দরকার। এ ধরনের অফিসার তো আমাদের দরকার। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৮ লাখ ৬৭ হাজার ৯৭৭টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এখন ৫৮টি জেলার ৪৬৪টি জেলায় কোনো ভূমিহীন গৃহহীন নেই।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এতদিন তো গণতন্ত্র সেনানিবাসে বন্দি ছিল। সারা রাত কারফিউ হতো। আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই গণতান্ত্রিক অধিকার মানুষের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে আমাদের কোন নেতাকর্মী নির্যাতনের হাত থেকে বাকি ছিল।

তিনি বলেন, সবাই কথা বলছে, জনসভা করছে, মিছিল করছে, বক্তৃতা করছে। আমরা রেডিও, টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি বেসরকারিভাবে। ইচ্ছামতো টকশো করছি। আমরা তো কারও মুখ চেপে ধরছি না, গলা চিপেও ধরছি না। যে যা পারছে, বলতে পারে, বলুক। আমরা রাষ্ট্র চালাচ্ছি জনগণের কল্যাণে কাজ করছি।

আরও পড়ুন

×