ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক, ক্ষুব্ধ পদবঞ্চিতরা 

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক, ক্ষুব্ধ পদবঞ্চিতরা 

জাতীয় সংসদ ভবন (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১০

জেষ্ঠ্যতা লঙ্ঘন ও নিয়মিত কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠকে। বৃহস্পতিবার সংসদ ভবনের উত্তর ব্লকের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

‘জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি’র আহ্বায়ক এস এম আতাউল করিমের সভাপতিত্বে এ বৈঠকে সমিতির সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি কামরুল ইসলাম ও বাকী বিল্লাহসহ প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। 

বৈঠক শেষে সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বেআইনিভাবে আত্তীকৃত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দেওয়া পদোন্নতি বাতিল ও দলবাজ দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হযেছে বৈঠকে। এ ছাড়া দ্রুত সংসদ সচিবালয়ে বেআইনিভাবে আত্তীকরণের আপিল মামলাটি রিভিউয়ের উদ্যোগ, রাজউকের ঝিলিমিঝি প্রকল্পে বরাদ্দকৃত আত্তীকৃতদের ১৫ প্লট বাতিল, পদোন্নতি বঞ্চিত ও পদায়ন না হওয়াদের দ্রুত পদোন্নতি ও পদায়ন এবং বাসা বরাদ্দের নীতিমালা পরিবর্তনের দাবি জানানো হয়। 

আরও পড়ুন

×