রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার অভিযান শেষে শিক্ষার্থীরা। ছবিটি তুলেছেন সাকিব আজাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৯:১৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৯:৪৭
মাত্র কয়েক দিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা, এবার মাঠে তাদেরই দেখা গেল ভিন্ন এক মানবিক চরিত্রে। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন তিলোত্তমা নগরী আর্বজনা মুক্ত করতে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় থাকা শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন নগর পরিচ্ছন্নতা অভিযানে। কি এক নির্মল দৃশ্য। যেন মন ছুঁয়ে যায়। বৃষ্টি আর রোদে পুড়ে কাজ করেছেন তারা।
বুধবার (৭ আগস্ট) ভোর থেকে রাজধানীর কয়েকটি স্থানে চলে দিনভর কর্মসূচি। পরিষ্কার অভিযানে যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা।
বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করেন বিনা শ্রমের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন পরিচ্ছন্নতা অভিযানের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সাকিব আজাদ। নিচে কয়েকটি পরিচ্ছন্নতা অভিযানের চিত্র তুলে ধরা হলো: